অপরিচিত কাউকে কখনো ইমেইল করেছেন?

Dec 08, 2024
business ide development
অপরিচিত কাউকে কখনো ইমেইল করেছেন?
অপরিচিত কাউকে কখনো ইমেইল করেছেন?
আমরা সাধারানত পরিচিতজনদেরকে ব্যবসায়িক বা বিভিন্ন প্রয়োজনে ইমেইল করে থাকি বা যোগাযোগ করে থাকি।
কিন্তু অপরিচিত কাউকে কিভাবে ও কেন ইমেইল করে?
আপনার ব্যবসা বাড়াতে হলে বা সেল বাড়াতে হলে বা ইনভেস্টমেন্ট পেতে হলে প্রতি মাসে অন্তত ১০০ জন অপরিচিত মানুষকে আপনার ও আপনার প্রতিষ্ঠানের প্রোফাইল পাঠাতে হবে। ১০০ টা ইমেইল করলে অন্তত ১ রিপ্লাই পাবেন, ঐ একটা রিপ্লাই আপনার জীবন বদলে দিতে পারে। রিপ্লাই না পেলেও পাঠাতে থাকুন। পরের মাসে নতুন ৮০ জনকে পাঠান এবং ২০ জন পুরনো কে পাঠান। এভাবে চলতে থাকুক।
ইমেইল এড্রেস কোথায় পাবেন?
প্রতিষ্ঠান বা কোম্পানির বিভিন্ন সেক্টর ধরে (আপনার যে সেক্টর দরকার) গুগলে সার্চ দিয়ে তাঁদের ওয়েব সাইট খুঁজে নিতে পারেন। তাঁদের ওয়েবসাইটে গেলে, প্রত্যেক কোম্পানির ওয়েবসাইটে Contact একটা বাটন থাকে। ওখানে ইমেইল এড্রেস পাবেন। এভাবে ১০০ টা করে ইমেইল এড্রেস কালেক্ট করুন প্রতি মাসে।
কি কি লিখা থাকবে এই সব ইমেইলে?
প্রথমে গ্রিটিংস, তারপর আপনার ও আপনার কোম্পানির পরিচিতি, আপনার প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে, তা লিখবেন। আপনার প্রতিষ্ঠানের একটা ছোট করে প্রোফাইল বানাতে হবে, যেটা ইমেইলে সংযুক্ত করে পাঠাবেন। শেষে আপনি তাঁদের সাথে কি নিয়ে কাজ করতে চান – তা লিখবেন। পরিশেষে তাঁর সুবিধাজনক সময়ে ওনার সাথে দেখা করে আরও বিস্তারিত আলাপ করার অনুরুধ করবেন।
LinkedIn, Facebook, Instagram, YouTube, Twitter, Snapchat, Website সব জায়গায় আপনার ও আপনার প্রতিষ্ঠানের পেইজ ও চ্যানেল খুলুন, সেখানে আপনার ও আপনার প্রতিষ্ঠানের প্রোফাইল তৈরি রাখুন এবং সময়ে সময়ে একটিভিটি আপডেট রাখুন।
এই সব ইমেইল লিখতে লিখতে আপনি একদিন আপনার স্বপ্নের দেখা পাবেন। আপনি বড় হবেন এবং আপনার স্বপ্ন আরও বড় হবে।

Hikma Technology

Hikma Technology is a suppliers company in Bangladesh